কুয়েতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরো পড়ুনঃ প্রবাসীদের জন্য আরো পাঁচ’শ কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণা
চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সঞ্চালনায় শোক দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতির বানী পাঠ করেন ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের। মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোঃ জহিরুল ইসলাম খান। পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জাকির হোসেন মজুমদার। এ সময় বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা গণ ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ ইসরাইল-আমিরাত চুক্তিকে সমর্থন দিলো ওমান
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
