ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভ্রু-প্লাক করায় স্ত্রীকে ভিডিও কলে তালাক দিয়েছেন এক প্রবাসী স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কানপুরে গুলসাবা নামের এক নারীকে তিন তালাক দিয়েছেন তাঁর সৌদি প্রবাসী স্বামী। পরে ওই নারী মুসলিম বিবাহ আইন অনুযায়ী, তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
গুলসাবা গত বছরের জানুয়ারিতে মোহাম্মাদ সেলিম নামের এক যুবককে বিয়ে করেন। সেলিম ভিডিওকলে কথা বলার সময় দেখতে পান যে তাঁর স্ত্রী ভ্রু-প্লাক করিয়েছেন। পরে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিন তালাক দেন। পরে গুলসাবা তাঁর স্বামী সেলিম ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। সেলিমের বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছেন গুলসাবা।
ভারতে ২০১৯ সালে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
