ওমানের বারকায় ভোক্তা অধিকার লঙ্ঘনে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ৮৫০ রিয়াল জরিমানা আরোপ করেছে দেশটির গ্রাহক সুরক্ষা বিভাগ। সোমবার ওমানের পাবলিক অথরিটি ফর কনজিউমার প্রোটেকশন (পিএসিপি) -এর এক বিবৃতিতে বলা হয়, “দুটি ফার্মেসি যারা বর্তমান পরিস্থিতিতেও বেশি দামে মাস্ক বিক্রি করছিলো, তাদের ৫০০ রিয়াল জরিমানা করা হয়। অন্য অভিযোগে বিলের দামের পার্থক্যের জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর জরিমানা করা হয়। পিএসিপি সকল ব্যবসায়ী এবং সরবরাহকারীদের গ্রাহক অধিকার নিশ্চিত করার জন্য আইনের বিধান মেনে চলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।” সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
