ওমান থেকে যে সকল প্রবাসী বিশেষ ফ্লাইটের মাধ্যমে আগামী ১৩ তারিখ দেশে আসতে চাচ্ছেন এবং যাদের নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে, তারা বিশেষ ছাড়ে কোভিড টেস্ট করাতে পারবেন। এ ব্যাপারে বৃহস্পতিবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের পক্ষথেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ওমান থেকে যেসকল প্রবাসী আগামী ১৩ তারিখ বিশেষ ফ্লাইটে দেশে যেতে চাচ্ছেন, তারা এখন থেকে ওমানের বদর আল সামা হাসপাতালের সমগ্র শাখা হতে ২৪ ঘণ্টায় রিপোর্ট ডেলিভারি সহ মাত্র (৩৫/=RO)পঁয়ত্রিশ রিয়ালে কোভিড টেস্ট করাতে পারবেন। সেইসাথে কম খরচে অন্যান্য চিকিৎসা সেবা ও নিতে পারবেন। আজ বদর আল সামা হাসপাতাল ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ক্লাব থেকে আরও জানানো হয়েছে যে, বিমান ভ্রমণে অবশ্যই কোভিড টেস্ট সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে ওমানে কোনো বাংলাদেশী প্রবাসী কোভিড টেস্ট করাতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে বদর আল সামা হসপিটালের 98226733 এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক ও হাসপাতালের পক্ষে ম্যানেজার সজীব।
আরও পড়ুনঃ প্রবাসীদের সহায়তার বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
এ ব্যাপারে ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক প্রবাস টাইমকে বলেন, “এই সুযোগ ওমানের সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং এটা ওমানের বদর আল সামা হাসপাতালের সকল শাখা থেকেই প্রবাসীরা এই সুযোগ নিতে পারবেন। তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) আমার সামনে তাদের সকল শাখায় ফোন করে বলে দিয়েছে। এখন থেকে যে কোনো প্রবাসী মাত্র ৩৫ রিয়াল দিয়ে কোভিড টেস্ট করে ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে।”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
