সৌদি সরকার প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার (৫ জুলাই) সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ফরমানে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর নির্দেশ দেন।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ভিসা, ভ্রমণ ভিসা এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময় ভিসার মেয়াদ বাড়াতে কোনো রকম অর্থ খরচ করতে হবে না। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন তাদের তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়া হবে কোনো রকম অর্থ ছাড়াই। এ ছাড়া যারা করোনার কারণে দেশে বা দেশের বাইরে আছেন তাদের এক্সিট ও এন্ট্রি ভিসারও মেয়াদ বাড়ানো হবে।
সৌদি রাজকীয় আদেশ মোতাবেক করোনা মহামারী চলাকালীন সময়ের দুর্ভোগ লাঘবে নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১- সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকগণ দ্বিতীয়বারের মতো আরো তিন মাসের আকামা নবায়ন সুযোগ পাবে কোন প্রকার ফি ছাড়া ।
২- যে সকল ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদিআরব ত্যাগ করতে পারেননি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাদেরকে আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে।
৩- ছুটিতে থাকা বিদেশি নাগরিকদের ইকামা এক্সপায়ার হয়েছে অথবা হবে সে সকল ব্যক্তিদের আরও তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে দেয়া হবে কোন প্রকার জরিমানা ছাড়া।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
৪- সৌদি আরবের বাইরে থাকা যেসকল বিদেশি নাগরিকদের ছুটি এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা যাদের এক্সপায়ার হবে তাদেরকে আরো তিন মাসের বাড়তি ছুটি দেয়া হবে এ ক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।
৫- ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদের ছুটি পুনরায় তামদিদ করতে পারবে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।
৫- ভিজিট ভিসায় আটকে পড়া বিদেশি নাগরিকগণ আরো তিন মাস বৈধ ভাবে থাকার সুযোগ পাবে এক্ষেত্রে কোন সরকারি ফি প্রয়োজন হবে না। সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
