ওমানে না ফেরার দেশে পারি জমালেন আরো এক বাংলাদেশি প্রবাসী। ঈদের আনন্দের পরিবর্তে শোঁকের ছায়া নেমে এসেছে হতভাগা জসিম উদ্দিনের পরিবারে। মাস্কাট থেকে দিপু নামে এক প্রবাসী আমাদের জানান, ওমানের বদর আলসামা হসপিটালে কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন জসিম, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রবিবার (২-জুলাই) স্থানীয় সময় রাত ২টায় না ফেরার দেশে পারি জমান জসিম।
মৃত প্রবাসী জসিমুদ্দিনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার কাছারীহাট গ্রামে। জসিম দীর্ঘ ৮ বছর যাবৎ ওমানে বাস করতেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
জসিম নিজের দীর্ঘ প্রবাস জীবনে কেবল একবারই পরিবারের কাছে যেতে পেরেছেন। সেটিও দেশ ছাড়ার ৭বছরেরও বেশি সময় পরে। এক মেয়ে এবং এক ছেলের বাবা জসিমের বড় মেয়ের বয়স এখন ৯ বছর। তার ১ বছর বয়সেই বাবা প্রবাসে পাড়ি জমান, তাই তার বড় হয়াটা বাবার থেকে দূরে থেকেই। অপর সন্তান সদ্যই পৃথিবীতে এসেছেন, বয়স মাত্র ২মাস। তাদের সবাইকে ছেড়ে জসিম এখন দূরে, বহুদূরে !
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
