পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওমানে চলছে রমরমা পতিতাবৃত্তি। রাজধানী মাস্কাটের রুই, আল খয়ের, সিব, মাবেলা সহ বেশকিছু স্থানে এইসব অপকর্ম চলছে। ইতিমধ্যেই মাস্কাটে অভিযান চালিয়ে ৩৯ জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃত নারীরা ওমানে বিভিন্ন কাজের ভিসায় আসলেও তারা আইন লঙ্ঘন করে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এদের মধ্যে ২৬ জন নারী শ্রম আইন লঙ্ঘন করে এবং বাকিরা দেহ ব্যবসার সাথে জড়িত ছিলো।
জানাগেছে, ওমানের বিভিন্ন স্থানে বাসা বাড়ি ভাড়া নিয়ে এ ধরণের অপকর্ম পরিচালনা করা হয়। এতে স্থানীয় ওমানিদের যোগসাজশে অপরাধের সাথে জড়িয়ে পড়েন প্রবাসীরা। বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে নারীদের নিয়ে এই অবৈধ কাজ করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি নারী আমাদের জানিয়েছেন, তাকে হাঁসপাতাল ক্লিনারের কথা বলে ওমান নিয়ে দালাল জোর পূর্বক দেহ ব্যবসা করাচ্ছে। এখনো দালালদের হাতে জিম্মি অসংখ্য নারী।
পুলিশ সূত্রে জানাগেছে, মাস্কাটের পর অন্যান্য প্রদেশেও অভিযান পরিচালনা করা হবে। বিশেষকরে দেহ ব্যবসা, জুয়া এবং মাদক ব্যবসায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে ওমানের পুলিশ। জানাগেছে, এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন। ফলে, পুলিশের হাতে নারীরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান দালাল চক্র। বিদেশের মাটিতে এ ধরণের অপকর্ম থেকে প্রবাসীদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছে বিশিষ্টজনেরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
