মাঝ আকাশে হঠাৎ করেই বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে দেন এক যাত্রী। তার এমন অস্বাভাবিক কাণ্ডে বিমানের ভেতর ঘটে যায় হুলস্থুল কাণ্ড। শুক্রবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার।
তার এমন বিপজ্জনক কাণ্ডে বিমানে থাকা ১৯৪ জন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। মাঝ আকাশে দরজার খুলে দেওয়া ওই যাত্রীকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ইয়ুনহাপ নিউজ জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে ৩০ বছর বয়সী ওই যাত্রী জানিয়েছেন, বিমান থেকে দ্রুত বের হওয়ার জন্য তিনি মাঝ আকাশেই দরজা খুলেন ফেলেন। কারণ ভেতরে তার দম বন্ধ হয়ে আসছিল।
সংবাদমাধ্যমটি এ ব্যাপারে বলেছে, ‘জিজ্ঞাসাবাদের সময়, ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন সম্প্রতি তিনি চাকরি হারিয়েছেন। আর চাকরি হারানোর পর প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। দমবন্ধ অনুভব করায় দ্রুত বের হয়ে যেতে মাঝ আকাশেই বিমানের দরজা খুলে দিয়েছিলেন তিনি।’
ফরাসি বার্তাসংস্থা এএফপিকে একজন গোয়েন্দা বলেছেন, ‘তিনি দ্রুত বের হয়ে যেতে চেয়েছিলেন। তার মনে হচ্ছিল সাধারণ সময়ের তুলনায় বিমানটি গন্তব্যে পৌঁছাতে বেশি সময় নিচ্ছিল এবং ভেতরে তিনি দমবন্ধ অনুভব করছিলেন।’
গতকাল দ্বীপ শহর জেজু থেকে ১৯৪ যাত্রী নিয়ে দায়েগুতে যাচ্ছিল এশিয়ানা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ বিমানটি। অবতরণ করার কয়েক মিনিট আগে ওই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে দেন।
ওই সময় বিমানটি মাটি থেকে ৭০০ ফুট ওপরে ছিল। এতে করে বিমানটির ভেতর প্রচণ্ড বেগে বাতাস ঢোকে এবং বাতাসের ধাক্কায় অনেকের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মানসিক অবসাদ থেকে এমন ঘটনা ঘটালেও বিমান চলাচল নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। বিমানের ভেতর থাকা এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, তীব্র বাতাসে অন্য যাত্রীদের চুল অনিয়ন্ত্রিতভাবে উড়ছে। এ সময় সবাইকে বেশ ভীত দেখা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
