রবিবার শুধুমাত্র বাংলাদেশেই কাল বৈশাখী ঝড় আঘাত হানেনি, মরুর দেশ ওমানেও আঘাত হেনেছে এই কাল বৈশাখী ঝড়। দেশটির বিভিন্ন প্রদেশের উপর বয়ে গেছে কালবৈশাখী এই ঝড়। ফলে, গতকাল থেকেই দেশটিতে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ।
আজ ওমান থেকে একাধিক প্রবাসী আমাদের জানান, সকাল থেকেই সোহারের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এমন ভারী বর্ষণ গত ১২ বছরে দেখেননি এমনটি জানিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী।
রবিবার দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, কালবৈশাখী ঝড়ের কারণে মুসান্দাম, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, দক্ষিণ আশ শারকিয়া, আল উস্তা এবং ধোফার প্রদেশের কিছু অংশে প্রভাবিত করবে।
এছাড়াও আল হাজর পর্বতমালা ও তার আশেপাশে ভারী বর্ষণের কথা বলা হয়েছে। একইসাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে তামরিদ, আল আমরাত, কোরিয়াত ও মাস্কাটেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় যানবাহন চলাচলে চালকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রবাসী ও নাগরিকদের ওয়াদি অঞ্চলে না যেতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
