ওমানে মহামারী করোনা সংক্রমণের ঝুঁকিতে মাস্কাটের পরেই রয়েছে বারকাহ, মুলাদ্দা অঞ্চল (দক্ষিণ বাতিনাহ)। মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী ওমানের দক্ষিণ আল বাতিনা অঞ্চলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল সোমবার নাগাদ এই অঞ্চলটিতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিলো ২১৩ জন। যাদের মধ্যে ১৯০ জন বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে রয়েছে। বাকি ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
এদিকে রুস্তাক, সুইক, সাহাম (উত্তর আল বাতিনা) অঞ্চলে আজ নতুন দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও ইবরা, জালান বু আলি ও সুর (সারকিয়াহ) অঞ্চলে পাঁচজন নতুন রোগী আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই এলাকায় ১০৭ জনের মধ্যে ১০৪জন চিকিৎসাধীন রয়েছেন বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
আরও পড়ুনঃ ওমানে করোনা মোকাবেলায় নতুন যন্ত্র আবিষ্কার
ওমানের রাজধানী মাস্কাটে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা কমছে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার মাস্কাটে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১৫ জন। দেশটির সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায়, মাস্কাটের পর দক্ষিণ বাতিনা সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা।
এদিকে গত তিনদিন ওমানে ধারাবাহিকভাবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও আজ মঙ্গলবার নতুন ৮২ জন রোগী শনাক্ত করেছে দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়। যা গতকালের তুলনায় ৩১জন বেশী। সোমবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিলো ৫১জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৪২জন প্রবাসী এবং ৪০ জন ওমানি নাগরিক। নতুন আক্রান্ত সহ মোট আক্রান্তের সংখ্যা ২১৩১জন। গত ৪দিনে নতুন কোনো মৃত্যুর কোনো রেকর্ড নাই। তবে এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
