স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মেলাতে বিভিন্ন প্রদেশে ১১ টি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রকল্পগুলো ওমানের নাগরিক এবং প্রবাসীদের উপকৃত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বৃহস্পতিবার (১১ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প ও প্রকৌশল বিষয়ক মহাপরিচালক প্রকৌশলী জামাল সেলিম আল সানফারি বলেন, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উত্তর আল বাতিনাহ প্রদেশে ৩০৪ শয্যা বিশিষ্ট নতুন আল সুইক হাসপাতাল এবং সালালায় নতুন সুলতান কাবুস হাসপাতাল।
শানফারি আরও বলেন, নতুন খাসাব হাসপাতাল ২০২৪ সালে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় মুসান্দাম প্রদেশে মাধা স্বাস্থ্য কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসাবে উন্নীত করছে, যা এই বছরের শেষের দিকে খোলার কথা রয়েছে।
তিনি আরো জানান, তামরিদ স্বাস্থ্য কেন্দ্রটিও একটি হাসপাতালে উন্নীত করা হবে এবং ২০২৩ সালের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আল-দাখিলিয়া প্রদেশে সামাইলে নতুন হাসপাতাল, উত্তর আশ শারকিয়াহ প্রদেশে আল নামা হাসপাতাল এবং দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের আল ফালাহ হাসপাতাল রয়েছে এই তালিকায়। আল শানফারি জানান, আল উস্তার মাহুত হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে এবং প্রকল্পটি ২০২৫ সালে খোলার কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
