আগামী পহেলা জুলাই থেকে ওমানে আটকা পড়ে থাকা এক্সপ্রেস ও ভিজিট ভিসায় দেশটিতে আসা ব্যক্তিরা অনলাইনে আবেদনের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। মঙ্গলবার দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য জানিয়েছে। আরওপি-র অনলাইনে এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘‘টুরিস্ট ও এক্সপ্রেস ভিসার ফি প্রদানের পরে পহেলা জুলাই থেকে অনলাইনে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কোনও ব্যক্তিকে পরিষেবা কেন্দ্রে আসতে হবে না। এর পরিবর্তে, তিনি বা তার প্রতিনিধি অনলাইনে আবেদন করতে পারবেন।”
দেশটিতে ভিজিট ও এক্সপ্রেস ভিসার মেয়াদ এখন পর্যন্ত ১৫ দিন করে দুই বার বাড়ানো হয়েছে। যাতে করে ভ্রমণে অপেক্ষায় থাকা পর্যটক ও দর্শনার্থীরা তাদের নিজ দেশে ফেরত যেতে পারে। তাই বর্তমানে আবার এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যাতে করে কোনও ব্যক্তিকে বর্তমান খারাপ পরিস্থিতি ওমানে ভালোভাবে অবস্থান করতে পারে।
আরও পড়ুনঃ আরও ভয়ংকর মহামারীর শঙ্কা
আরওপি সূত্রে জানা যায় যে, ‘‘যারা ওমানে আছেন তবে বিমানবন্দর বন্ধের কারণে নিজ দেশে ফেরত যেতে পারছেন না তাদের সকলের ভিজিট ও এক্সপ্রেস ভিসার মেয়াদ ৩০ জুন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়েছিলো। একই সাথে ৩১শে আগস্ট পর্যন্ত জারি করা সমস্ত টুরিস্ট ভিসা আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিলো। এই পরিষেবাটি পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যে কোনও একটি বেছে নিতে হবে। প্রবাসী শিক্ষার্থীরা যারা বর্তমান পরিস্থিতিতে নিজ দেশে ফেরত যেতে পারছেন না তারাও অনলাইনে তাদের ভিসা নবায়ন করতে পারবেন। দেশটির বিভিন্ন দূতাবাস শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অনলাইনে প্রদান করার লক্ষ্যে কাজ করছে। তবে, যে সকল ওমানি নাগরিক দেশের বাহিরে পড়াশোনা করছেন তাদের আন্তর্জাতিক বিমান চলাচল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।” সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলে রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
