কক্সবাজারের পেকুয়ায় ভাড়াটিয়া এক গৃহবধূ বাড়িওয়ালার ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে গৃহবধূ জানান, তাঁর স্বামী একজন প্রবাসী। তিনি পেকুয়া হাজি বাজারসংলগ্ন এলাকায় একটি ভবনে ভাড়া থাকতেন। গত ২৩ এপ্রিল সকালে বাড়িওয়ালা তাঁর রুমের দরজা রং করা হয়েছে কিনা, দেখবে বলে কক্ষে প্রবেশ করে।
এ সময় তাঁকে গলা চেপে ধরে ধর্ষণ করে বাড়িওয়ালা। ধর্ষণের ব্যাপারে মুখ খুললে তাঁকে হত্যার হুমকি দেয় বাড়িওয়ালা। ঘটনার দু’দিন পর তিনি পেকুয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুল ইসলাম। তিনি জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, বাড়িওয়ালা তাঁকে উত্ত্যক্ত করত, কুপ্রস্তাবও দিয়েছিল। গত ঈদুল ফিতরের সময় অন্যান্য ভাড়াটিয়া নিজ এলাকায় বেড়াতে গেলে তার পুরো বিল্ডিং প্রায় খালি হয়ে যায়। সেই সুযোগে ঈদের পরের দিন বাড়িওয়ালা কৌশলে তাঁর রুমে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত বাড়িওয়ালার ব্যক্তিগত নম্বরে কয়েকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
