মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবৈধভাবে বসবাস, এক মালিকের আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা ও মাদক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। আর তাই হাজার হাজার বিদেশি শ্রমিকদের আজীবনের জন্য ভিসা বাতিল করে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার।
গত তিন বছরে ১০ লাখ প্রবাসীর ভিসা বাতিল করেছে কুয়েত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, চলতি বছরের (২০২৩) প্রথম চার মাসেই বিভিন্ন দেশের এগার হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।
২০২২ সালে বিভিন্ন দেশের অন্তত ৪০ হাজার প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন রিপোর্ট প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশের ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়েছে।
পহেলা মে আরেক রিপোর্টে গত তিন বছরের পরিসংখান প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এতে গত তিন বছরে বিভিন্ন অপরাধের কারণে ১.১৫ মিলিয়নের বেশি বিভিন্ন দেশের অভিবাসীর আকামা বাতিল করে দেশে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ঐ নির্দেশেই ২০২৩ সালের জানুয়ারি থেকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিদিন কুয়েতের প্রবাসী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে চিরুনি অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে বৈধ কাগজপত্র সাথে নিয়ে চলাফেরা করছেন বলে জানান প্রবাসীরা।
বিভিন্ন তথ্য থেকে জানা যায়, প্রতিদিন গড়ে বিভিন্ন দেশের ৯২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে এসব অভিবাসীর মধ্যে কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
