ভাগ্নে শাকিব হাসানের হাত ধরে দুই সন্তানের জননী মামী রত্না বেগম পালিয়েছেন। মঙ্গলবার (২ মে) সকালে টাঙ্গাইল সখীপুরের যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রত্না বেগমের স্বামী কাঁচামাল ব্যবসায়ী আবদুল লতিফ লোকলজ্জার ভয়ে বাইরে বের হতে পারছেন না। অপরদিকে মামী-ভাগ্নের এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সমাজ ও গ্রামবাসী।
জানা যায়, রত্না বেগমের সাথে তার নোনাশের ছেলে প্রবাসী শাকিব হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে ভাগ্নে শাকিব দেশে ফিরলে তাদের সম্পর্কটা আরো গভীর হয়।
পরে মঙ্গলবার সকালে ছোটকাল থেকে সন্তানের মতো লালনপালন করা ভাগ্নে শাকিবের সাথে মামী রত্না বেগম পালিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো: জয়েন উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাঙ্গুলিয়া বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ফন্নু এ ঘটনায় সমাজ ও গ্রামের মান ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ভাগ্নে শাকিব ও মামী রত্না বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম বলেন, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
