সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির (সিডিএএ) ঘোষণা অনুযায়ী সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ফি কমানো হয়েছে। সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সালেম বিন ইয়াহিয়া আল হিনাই সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ কর্তৃক জারি করা লাইসেন্স এবং প্রশংসাপত্রের ফি নির্দিষ্ট করে রেজোলিউশন নম্বর ৩৪/২০২৩ জারি করেছেন।
রবিবার (৯ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
এছাড়া লাইসেন্সের মেয়াদও বিদ্যমান ৬ মাস থেকে বাড়িয়ে এক বছর করা হয়েছে। নাগরিক সুরক্ষার জন্য সরঞ্জাম এবং উপকরণ ইনস্টলেশনের জন্য কনফর্মিটি সার্টিফিকেট এবং ইনস্টলেশনের ফিও কিছু ক্ষেত্রে প্রায় ২০ রিয়াল হ্রাস করা হয়েছে।
সার্টিফিকেটের মেয়াদ এখন দুই থেকে তিন বছরের জন্য বাড়ানো যেতে পারে বলেও সিদ্ধান্তে জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
