স্থানীয় সময় বুধবার রাতে জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় ব্যথিত হয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও তাবলিগ-জামাতের মুরব্বি মাওলানা তারিক জামিল।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় বিশিষ্ট এ ধর্মপ্রচারক ফিলিস্তিনি মুসল্লিদের ওপর এ হামলাকে দখলদারদের বড় জুলুম আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এরূপ সহিংসতাপূর্ণ ঘটনা মোকাবেলায় শুধু মুসলিম উম্মাহ নয়; বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি আরো লেখেন, আল্লাহ তায়ালা ফিলিস্তিনি ভাইদের রক্ষা করেন এবং জালিমদের জুলুম থেকে মুক্তি দিন।
উল্লেখ্য, এরই মধ্যে মুসল্লিদের ওপর দখলদারদের এই হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের অনেক রাষ্ট্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
