শক্তিশালী টর্নেডোয় লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাস। এতে নিহত হয়েছেন অন্তত দুজন। আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যটিতে টর্নেডো আঘাত হানে। এতে রাজধানী লিটল রকে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনবহুল এ শহরে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
লিটল রকের মেয়র ফ্রাঙ্ক স্কট জুনিয়র টুইটে জানিয়েছেন, টর্নেডোয় তাঁর শহরে আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে গভর্নর সারাহ স্যান্ডার্স জানান, রাজধানী লিটল রক থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াইনি শহরে টর্নেডোয় দুজন মারা গেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন।
আরকানসাস অঙ্গরাজ্যের সরকারি মুখপাত্র অ্যান্ড্রু কলিন্স টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি টুইট করেছেন। এসব ছবিতে দেখা গেছে, বিভিন্ন ভবনের অংশবিশেষ ভেঙে পড়েছে। রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসাবশেষ।
এদিকে গতকালের টর্নেডোর আঘাতে ইলিনয় অঙ্গরাজ্যে একটি থিয়েটার ভবনের ছাদ ধসে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
