শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমানের মাস্কাট থেকে দুই শতাধিক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার টাইমস অব ওমানের এক খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শন চলাকালীন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি প্রবাসী।
এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে মাস্কাট প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১২ জন প্রবাসী কর্মীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০৯ জন কথিত অবৈধ ফ্রি ভিসার লোক এবং ৫৫ জন প্রবাসী ওমানের শ্রম আইন লঙ্ঘন করে নিয়োগকর্তাদের জন্য কাজ করতেন। এ ছাড়া শ্রম আইনের ১১৩ অনুচ্ছেদ লঙ্ঘন করে ওমানিদের জন্য নির্ধারিত পেশায় অবৈধভাবে কাজ করার অপরাধে বাকি ৪৮ জন প্রবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, দালালের প্রলোভনে পড়ে অনেক প্রবাসী অবৈধ ফ্রি ভিসা নিয়ে ওমান যেয়ে চরম বিপাকে দিনাতিপাত করছেন। মূলত ওমান সরকারের আইন অনুযায়ী দেশটিতে ফ্রি ভিসা নামক কোনো ভিসার অস্তিত্ব নেই। তবুও বাংলাদেশ থেকে কিছু অসাধু দালাল চক্র প্রবাসীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে এই ভিসায় উচ্চ মূল্যে ওমানে লোক পাঠান। ফলে, সেখানে যেয়ে আমাদের বাংলাদেশীরা পাচ্ছেন না কোনো কাজ। আবার ভাগ্য ক্রমে কাজ মিললেও এতে কোনো নিশ্চয়তা নেই। যেকোনো সময় পুলিশের হাতে গ্রেফতারের ভয় থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
