প্রতারণার অভিযোগে আজারবাইজানের বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান এয়ারলাইন্স সিজেএসসি (এজেএল)-এর নিরাপত্তা বিভাগের কর্মীরা ২২ ডিসেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ পরিদর্শনের সময় ইসলাম ওই ব্যক্তিকে আটক করে।
তল্লাশিকালে তার কাছে ২০টি বাংলাদেশি পাসপোর্ট ও দুটি স্ট্যাম্প পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে লোকজনকে টাকার বিনিময়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নাম করে আজারবাইজানে নিয়ে যায়। পাসপোর্ট পরীক্ষার সময় তার কাছে সার্বিয়ার জাল ভিসাও পাওয়া গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
