রেমিট্যান্স বাড়াতে হুন্ডির চেয়ে বেশি রেট দেওয়ার দাবী জানালেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিনিময় হার কম রেখে প্রণোদনা দিয়ে কোনও লাভ নেই এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমার যেটা প্রাপ্য, সেটার বাইরে গিয়ে যেটা পাবো, সেটা হচ্ছে প্রণোদনা। কিন্তু আমার যেটা প্রাপ্য সেটাই তো পাচ্ছি না।’ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অর্ধেক রেমিট্যান্স বৈধ চ্যানেলে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক ডলার রেটের মধ্যে যখন পার্থক্য বাড়বে, অর্থনীতির বাস্তবতাই হচ্ছে— তখন টাকা অন্যপথে আসবে। বাংলাদেশে থেকে এদেশের খেয়ে টাকা পাঠাচ্ছে বিদেশে। শ্রমিক ভাইদের দুই টাকা বেশি না দিয়ে তারা যে দেশাত্মবোধ দেখাবে, সেটা আমরা আশা করতে পারি না।’
এসময় তিনি চার শতাংশ প্রণোদনা, যার মধ্যে আড়াই শতাংশ নগদ এবং বাকিটা পেনশন স্কিম হিসেবে দেওয়ার প্রস্তাব করেন। সেইসাথে অন্য চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স কেন চলে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করার পরামর্শ দেন আনিসুল ইসলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
