ভারত মহাসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব পড়েছে আরব সাগরে। নিম্নচাপের কারণে উত্তাল ওমান সাগর। এক বিবৃতিতে ওমানের আবহাওয়া অফিস জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর ওমান সাগর আরো উত্তাল হতে পারে। যার ফলে আরব সাগরের উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এসময় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া আল উস্তা এবং ধোফার প্রদেশের উপর মেঘ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
