আশঙ্কাজনক হারে বেড়েছে প্রবাসীদের মৃত্যু। কারণগুলোর মধ্যে অধিকাংশই দুর্ঘটনা। শুক্রবার (১৯ নভেম্বর) মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. শরিফ উদ্দিন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানিয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফ উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান। বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪টায় পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে আইজিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
