ই-ভিসা বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির সভাপতিত্বে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল্লা আল মৌদি দুই দেশের পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন।
এই চুক্তি সাক্ষরের মাধ্যমে জিটুজির ভিত্তিতে বাংলাদেশ ই-ভিসা ও ই-টিএ সিস্টেম বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হলো এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, বাংলাদেশে ই-ভিসা সিস্টেমের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আজকের এই দিনটি একটি গুরুত্বপূর্ণ। যা মাইলফলক হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য চিহ্নিত হয়ে থাকবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ও সহযোগিতার ক্ষেত্রেও এটি একটি বড় অর্জন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
