ওমানের বিভিন্ন প্রদেশে শিশু এবং গৃহকর্মী অপহরণ করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পরে দেশটির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এমন খবরকে গুজব বলে জানিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। বুধবার (১২-অক্টোবর) অনলাইনের জারি করা এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অপহরণ কিংবা গুমের চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তার কোন সত্যতা নেই। এসব মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। সেইসাথে সবাইকে সরকারী উৎস থেকে তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
