হুন্ডি বা অর্থ পাচার রোধে অবৈধ মানি একচেঞ্জে অভিযান চালাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি।
রোববার সিআইডি সদর দপ্তরে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মানি একচেঞ্জে অ্যাসোসিয়েশনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম ও বৈধ মানি এক্সচেঞ্জের অনুমোদনহীন শাখা স্থায়ীভাবে বন্ধ করতে সিআইডির সঙ্গে একসঙ্গে কাজ করবেন বলে জানান মানি চেঞ্জার্স এসোসিয়েশনের নেতারা। পাশপাশি সিআইডিকে অবৈধ মানি একচেঞ্জের তালিকা ও তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
