ভূমধ্যসাগরে কয়েকটি অভিযানে প্রায় ৪৬০ অভিবাসীকে উদ্ধার করেছে ওশান ভাইকিং জাহাজ। ইউরোপের কোনো বন্দরে নোঙ্গরের অনুমতি না পাওয়ায় সমুদ্রেই ভাসছে জাহাজটি। অভিবাসীদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও মিশরীয় নাগরিক রয়েছে। ওশান ভাইকিং পরিচালনাকারী সংস্থা এসওএস মেডিটেরানি জানিয়েছে, জরুরি ভিত্তিতে অভিবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া প্রয়োজন।

জাহাজে থাকা রেবেকা নামের একজন নার্স জানিয়েছেন, চার জনের স্বাস্থ্যকর্মীর দল অভিবাসীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যাত্রীদের মধ্যে চর্মরোগসহ নানা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। তবে ইটালির উপকূলরক্ষী বাহিনী দুইজন গর্ভবতী নারী ও শিশুসহ ছয়জনকে জাহাজটি থেকে সরিয়ে নিয়েছে। ওশান ভাইকিং এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসীরা বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে অবসাদগ্রস্ততা, পানি শূন্যতা, ব্যথা এবং নানা ধরনের সংক্রমণ।

ইউরোপীয় মানবিক সহায়তাকারী সংস্থা জাহাজটি নোঙ্গরের জন্য মাল্টা ও ইটালির কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সাড়া পা্ওয়া যায়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, উদ্ধারকৃত ৪৬০ অভিবাসীর বেশিরভাগ বাংলাদেশি ও মিশরীয়। তাদের ২০ জন নারী ও ৮০ অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। অপ্রাপ্তবয়স্কদের সবাই অভিভাবকহীন বলেও জানিয়েছে তারা। অভিবাসীদের বহনকারী একটি নৌকা ছাড়া বাকি সবগুলোই লিবিয়া থেকে যাত্রা করেছে। উদ্ধারকৃতরা তিনদিন পর্যন্ত সমুদ্রে ভাসছিলেন।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
