মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিনই আসছে রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুর খবর। ওমানে ইয়াসিন নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ইয়াসিন শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার চর বায়রা গ্রামের আব্দুল হকের ছেলে। জানা যায়, সংসারের অভাব ঘোঁচাতে অল্প বয়সেই স্থানীয় দালালের মাধ্যমে ধার দেনা ও সুদে টাকা নিয়ে ২০১৬ সালে প্রবাসে পাড়ি দেন ইয়াসিন।
নিজের একমাত্র সন্তানের হারিয়ে দিশেহারা মা রানু বেগম। তিনি বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবারে যদি পার, আমার বুকে এনে দাও, আমি একটু দেখবো, আমার বাবারে..। আর বাবার লাশ হলেও এনে দাও, বাবার লাশ দেখবো । মানুষ বিদেশ যায় ইনকাম করতে, আঁর বাবা বিদেশে গিয়ে মৃত্যু কামাইছে।

এদিকে দুবাই এনএমসি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মুহাম্মদ বেলাল নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। রবিবার (২১ আগস্ট) মৃত্যুবরণ করেন এই প্রবাসী। তার বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের সৈয়দ পাড়া। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।
আরো পড়ুন:
কাতারের শ্রম বাজার খোলার পূর্বাভাষ!
প্রবাসীরা আমাদের মাথার মুকুট: পরিকল্পনামন্ত্রী
সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেলেন দুই প্রবাসী
রেমিট্যান্সের প্রণোদনা ৪ শতাংশ করার দাবী আমিরাত প্রেসক্লাবের
বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে কুয়েত প্রবাসীদের আহ্বান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
