ওমানের আল ওয়াস্তা এলাকার মাহুত অঞ্চলে বালু ঝড়ে দুইটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। বালুর ঝড়ে অত্র এলাকায় যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে রয়্যাল ওমান পুলিশ। রবিবার পুলিশ প্রশাসন জানিয়েছে যে, বালুর ঝড়ে দুইটি ট্রাক উল্টে সড়কের পাশে স্টিলের ব্যারিকেডের উপর পরে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চালকদের রাতে রাস্তায় সাবধানতা অবলম্বন গাড়ী চালানোর আহ্বান জানিয়েছে স্থানীয় রয়্যাল ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
