মালদ্বীপে গত এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন মোহাম্মদ আবদুল কাদের নামে এক বাংলাদেশি প্রবাসী। জানাগেছে, গত ২৭ জুলাই স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।
বর্তমানে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানান আবদুল কাদেরের ভাতিজা মোহাম্মদ রুবেল। জানা গেছে, নিখোঁজ আবদুল কাদের পেশায় একজন গাড়ি চালক। তিনি মালদ্বীপের রাজধানীতে থাকেন এবং একটি পিকআপ চলান। তার দেশের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি দীর্ঘ ১২ বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। আব্দুল কাদেরের সন্ধানে দূতাবাস এবং মালদ্বীপের প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার। কাদিরের কোনো সন্ধান পেলে +8801991127454 ও +9607326290 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
