গ্রামের হতদরিদ্র নারীদের বিনা পয়সায় সৌদি পাঠিয়ে দালাল চক্রের কাছে বিক্রি করে দিত একটি চক্র। অবশেষে এমন প্রতারণায় জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৮ জুলাই ঢাকার মালিবাগে ডায়নামিক স্টাফিং সার্ভিসেস ওভারসিজ লিমিটেড নামের একটি ভুঁইফোড় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন রেজা সিকদার (৪২), মো. মিজান (৩৯), আনোয়ার হোসেন (৪০), রাজু আহমেদ আরজু (৫০) ও আনোয়ার হোসেন (৩৯)। পলাতক রয়েছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমরান (৪২) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সানাউল্লাহ (৪৫)।
সিআইডি জানায়, প্রথমে দরিদ্র পরিবারের নারীদের প্রলোভনের ফাঁদে ফেলা হয়। কোনো অর্থ না নিয়ে ভ্রমণ ভিসায় এসব নারীকে পাঠানো হয় সৌদি আরবসহ বিভিন্ন দেশে। তারপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দালাল চক্রের কাছে বিক্রি করা হয় তাঁদের। এরপর বিভিন্ন বাসায় আটকে রেখে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এসব নারীকে দেশে ফিরিয়ে আনার নাম করেও পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের অর্থ।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
