গোলাম মাওলা হাজারি, কাতার
২১ নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র চার মাস। ফুটবলের আসরটি দেখতে অধীর অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সেইসাথে টিকিট কিনে মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগটি হাত ছাড়া করতে চাননা কাতারপ্রবাসী বাংলাদেশিরাও।
বিশ্বকাপের ৩২ দলের টিকিট এরই মধ্যে নিশ্চিত। ড্র-র মাধ্যমে হয়ে গেছে গ্রুপ নির্ধারণও। ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বকাপের জন্য তৈরি করা আটটি স্টেডিয়ামের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। শুধু ফুটবল বিশ্বকাপ আয়োজনকে ঘিরে কাতারে নির্মিত হয়েছে বড় বড় ইমারত, দালানকোঠা, হোটেল, মোটেল, রাস্তাঘাট। কাতারের বড় বড় ইমারতের সৌন্দর্য আর নির্মাণশৈলী দেখলে প্রাণ জুড়াবে কাতার ঘুরতে আসা ফুটবলপ্রেমীদের।
খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতোমধ্যে টিকিটও সংগ্রহ করে ফেলেছেন অনেকেই। এ সময় বিশ্বকাপ আসরকে ঘিরে কাতার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনারও প্রশংসা করেন প্রবাসীরা।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
