পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ওমানের আল খয়ের অঞ্চলে বেড়েছে ভ্রাম্যমাণ পতিতাদের আনাগোনা। ইতিমধ্যেই ঈদের পরের দিন একদল পতিতাকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, ওমানের শ্রম আইন লঙ্ঘন করে তারা অনৈতিক কাজ করতো। মাস্কাট প্রদেশের পুলিশ ও বৌশারের বিশেষ টাস্ক পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তবে আটককৃত নারীরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এদিকে, দেশের টিকটক ভাইরাসে আক্রান্ত তিন প্রবাসীকে গ্রেফতার করেছে ওমান পুলিশ। আরওপি জানিয়েছে, উক্ত তিন প্রবাসী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওমানের নেজুয়া কেল্লার পতাকার খুঁটিতে উঠে টিকটক ভিডিও তৈরি করছিলো এমন ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে তাদেরকে আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা তিনজনই এশিয়ান নাগরিক জানালেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
আরো পড়ুন:
ওমানের যে পণ্য স্বর্ণের চেয়েও দামি!
মরুর বুকে সৌন্দর্যের লীলাভূমি সালালাহ
যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া চালু
বিশ্বজুড়ে বাড়ছে পণ্যের দাম, জনগণের পাশে দাঁড়ালেন সৌদি বাদশাহ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
