মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ অংশে খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। এর বেশি অর্থ কাউকে না দিতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। বুধবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কর্মীদের স্বার্থে উদারতার সাথে কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা সংশ্লিষ্ট কেউ কর্মীদের থেকে সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত কোনো অর্থ নিয়ে থাকে তাহলে মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মন্ত্রণালয় খুব শিগগিরই একটি নিয়মনীতি প্রকাশ করবে। একইসাথে নির্ধারিত টাকার অধিক অর্থ কোনো পক্ষকে না দিতে কর্মীদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী ইমরান ইমরান আহমদ।
এদিকে মেডিকেল কবে থেকে শুরু হবে তা জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, এরইমধ্যে বেশ কিছু মেডিকেল সেন্টার পরিদর্শন শেষ হয়েছে, আরো কিছু মেডিকেল সেন্টার পরিদর্শন বাকি আছে। এ নিয়ে ১৪ জুলাই মন্ত্রণালয়ে একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুব শীঘ্রই মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
