প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘনের বিষয় ও প্রতিকার না পাওয়ায় বাংলাদেশিদের এক মতবিনিময় সভায় এমন দাবি ওঠে। সুইডেনের স্টকহোমে সিস্তা গার্ডেন রেস্টুরেন্টে (৩ জুলাই) সন্ধ্যায় কাজী মেহেরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিচি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
কাজী মেহেরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন সুইডেন প্রবাসী মীর মোয়াল্লাইম হোসেন রঞ্জু, বাদল আহমেদ, মাহবুব আরিফ, শওকত হাসান, হারুনর রশিদ, তারিনা আলি, আলম ফাইজুল ও মোহাম্মদ মহসিন। সভায় প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘনের বিষয় ও প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, হাজার হাজার প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। দেশের জন্য রেমিট্যান্স পাঠান বা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। কিন্তু এসব প্রবাসীদের দেশ ভ্রমণকালে এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায় নানান ধরনের হয়রানির শিকার হলেও যথাযথ প্রতিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
এমনকি দেশে তাদের জমি, সম্পদ অনেক সময় জোর করে বা প্রতারণার মাধ্যমে দখল করে নেয়। তা উদ্ধার করতে দীর্ঘ আইনি জটিলতায় প্রবাসীদের পড়তে হয়। তিনি বলেন, যেহেতু তারা স্বল্পকালীন বাংলাদেশে আসেন সে কারণে আইনি প্রক্রিয়ায় প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাদের মাঝে দিন দিন হতাশা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রবাসীদের এ সমস্যা সমাধানে দ্রুত সময় প্রতিকার দেওয়ার জন্য প্রবাসীদের সমস্যা সমাধানে ট্রাইবুনাল গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি সরকারের কাছে প্রবাসীদের সমস্যা সমাধান ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে ট্রাইবুনাল গঠন সংক্রান্ত আইন প্রণয়নের আহ্বান জানান। সভায় বক্তারা প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রবাসীর অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠন করার দাবির প্রতি পূর্ণ সমর্থন দেওয়া হয়।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
