সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে ওমানে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উক্ত প্রবাসী তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওমানের আইন লঙ্ঘন করেছিলো।
আটককৃত ব্যক্তি তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, যা দেশের ও জনসাধারণের নৈতিকতা লঙ্ঘন করার শামিল। সাইবার অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক প্রবাসীর বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সমাজের মানুষের নৈতিকতার বহির্ভূত হবে এমন কাজে জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে ওমানে খোঁজ নিয়ে জানাগেছে, সাইবার অপরাধ বিষয়ে ধারণা না থাকায় অনেক প্রবাসী ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ার করে নিজেদের বিপদ ডেকে আনছেন। এক্ষেত্রে অন্যের যেকোনো ভিডিও অথবা পোষ্ট শেয়ার করতে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।
আরো পড়ুন:
বিমানবন্দরে ই-গেট ব্যবহার করে যা বললেন ওমান প্রবাসী
মহানবী (সা.) কে কটূক্তি করায় ভারতীয় কর্মীদের ভিসা বাতিল
নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান
প্রায় ৯০ শতাংশ কমে ওমানে শুরু হলো প্রবাসীদের নতুন নবায়ন ফি
স্বরনকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষি চট্টগ্রাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
