ওমানে আজ বিভিন্ন অপরাধে ৩২ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ৯২ কেজি ক্রিস্টাল মাদক এবং ২০ কেজি মাদক দ্রব্য সহ দুই প্রবাসীকে গ্রেফতার করে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ। তবে আটককারীরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
অপরদিকে শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর আল শারকিয়াহ প্রদেশের বিশেষ টাস্ক পুলিশের সহায়তায় শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি খামার থেকে ৩০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা সকলেই এশিয়ান ও আফ্রিকান নাগরিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
