ওমানের সাথে ভিসামুক্ত ভ্রমন ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করলো রাশিয়া। বুধবার (১১-মে) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর হামুদ আল বুসাইদির সাথে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সাক্ষর হয়। এসময় দেশটিতে সফরত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সাথে বাণিজ্য সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিকদের ভিসামুক্তকরণ ও দু দেশের যাদুঘরের মধ্যে একটি সহযোগিতা চুক্তি করতে আগ্রহী রাশিয়া।”
বৈঠকে দুই দেশের সহযোগিতার সম্পর্ক উন্নয়ন, যৌথ স্বার্থে নিজেদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখাসহ উভয় দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন সমস্যার কূটনৈতিক সমাধানে সহযোগিতার বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে রুশ মন্ত্রী বলেন, আমরা সিরিয়া সমস্যা সমাধানে ওমানের ভূমিকার প্রশংসা করি। আমরা বিশ্বাস করি যে সিরিয়ার আরব লীগে ফিরে আসার সময় এসেছে। ওমান এই বিষয়ে কার্যকর অবদান রাখতে সক্ষম। এছাড়াও ইউক্রেন রাশিয়ার সর্বশেষ পরিস্থিতি ও তাদের ভূ-রাজনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ইউরোপে যুদ্ধ চায় না মস্কো। কিন্তু পশ্চিমারা রাশিয়াকে পরাজিত করতে চায়। যা মোটেও কাম্য নয়। পশ্চিমা দেশগুলো ছাড়া রাশিয়ার তেল ও গ্যাস কেনার যথেষ্ট ক্রেতা রয়েছে। তাই পশ্চিমাদের অর্থনৈতিক চাপে রাশিয়া কোনভাবেই বিচলিত নয়।
ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে ল্যাভরভ বলেন, রাশিয়ার পক্ষ থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সমস্যা সমাধানে ওমানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এ বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বহন করবে বলে মনে করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যর দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে ইউক্রেন সঙ্কটে ওমান কি ধরণের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তার আলোচনা করা হয়েছে।
আরো পড়ুন: পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
পারমাণবিক আলোচনায় রাশিয়ার ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ করে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরমাণু আলোচনাকে এগিয়ে নিতে রাশিয়ার নতুন চুক্তি এ খাতটিকে আরো তরান্বিত করবে। জাতিসংঘের আদেশের প্রতি সম্পূর্ণরূপে ওমান প্রতিশ্রুতিবদ্ধ। কারণ ওমান আন্তর্জাতিক আইনের নিয়মের বাহিরে নয়।
আরো পড়ুন: চার্জার ফ্যানে ২ কেজি সোনার বার, বাহরাইন প্রবাসী গ্রেফতার
এদিকে, দুদেশের মধ্যে সামরিক শক্তি, পর্যটন, শিল্প এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এ বৈঠক বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন দেশটির বাণিজ্য বিশ্লেষকরা।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
