সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো কর্মীদের জন্য নতুন একটি বিমা প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার (৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে এক টুইটে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, বেকারত্ব বিমা প্রকল্পটি বিমাকৃত ব্যক্তিকে হঠাৎ চাকরি হারানোর কারণে সীমিত সময়ের জন্য নগদ অর্থ দেবে।
বিমা প্যাকেজের মাধ্যমে সিস্টেমটি বাস্তবায়িত হবে। একজন বিমাকৃত কর্মচারীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, যতক্ষণ না সে অন্য চাকরি খুঁজে পায়।
তিনি টুইটে আরও জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হলো সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের প্রতিযোগিতা বাড়ানো, কর্মীদের রক্ষা করা এবং একটি স্থিতিশীল কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে শেখ মোহাম্মদ বা তার অফিস এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।






















