ইরাকে বাংলাদেশি প্রবাসীদের আকামা তৈরির নামে অপরহণ করে দেশে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো একটি সংবদ্ধ চক্র। আর এই চক্রের মূলহোতা জসিম ফকির’কে গ্রেফতার করেছে গোয়েন্দা পলিশ।
শুক্রবার ফকিরাপুলের একটি হোটেল থেকে জসিম ফকির’কে গ্রেফতার করা হয়। এসময় সাথে থাকা তার শ্যালক মাহবুব হোসেনকেও গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল। প্রাথমিক পরিচয়ে জানা যায় জসিম ফকির ফরিদপুরের একজন নির্বাচিত ইউপি মেম্বার।
এ বিষয়ে ডিবি পুলিশ বলছে, ইরাকে জসিম ফকিরের পারিবারিক অপহরণ চক্র রয়েছে। তারা উচ্চ বেতন এবং নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ইরাকের বিভিন্ন শহরে আকামা তৈরির নামে বাংলাদেশি প্রবাসীদের অপরহণ করে। এরপর মুক্তিপণ আদায় করতে চালানো হয় নির্যাতন। তাদের বিরুদ্ধে এমন বহু অভিযোগের প্রেক্ষিতে রাজধানী ও ফরিদপুরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক এই চক্রটির দুই সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জানাগেছে, ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীদের স্বজনদের কাছ থেকে এই চক্র হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। এ নিয়ে ডিবি বলছে, ইরাকের বাগদাদ শহরের একটি টর্চার সেলে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের পর লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালানো হয়।
পাশাপাশি ধারালো ছুরি গলায় ধরে ভিডিওকলে স্বজনদের দেখানো হয় নির্যাতনের চিত্র। দাবি করা হয়, মোটা অঙ্কের মুক্তিপণ। যারা অপহরণ করছে তারা বাংলাদেশি। তাদের বেশির ভাগই ইউপি মেম্বার জসিম ফকিরের আত্মীয়স্বজন। ইরাকের বিভিন্ন শহরে আছে তাদের বন্দিশালা।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
