ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। দু’জনের দেহে ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত হয়েছে। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ এখনও উদ্বিগ্ন নয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়েছে। পিসিআর পরীক্ষায় এটি শনাক্ত হয়েছে। নতুন এ ধরনটি ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট (বি.এ১ এবং বি.এ২) দিয়ে তৈরি হয়েছে।
ভ্যারিয়েন্টটি বিশ্বের কাছে এখনও অপরিচিত বলেও এক বিবৃতি জানিয়েছে মন্ত্রণালয়। নতুন ধরনে আক্রান্তরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো মৃদু উপসর্গে ভুগছিলেন এবং তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই, বলেও এতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের মহামারি মোকাবিলা বিষয়ক প্রধান সালমান জারকা স্থানীয় আর্মি রেডিওকে বলেন, এই পর্যায়ে নতুন ধরনটি গুরুতর হতে পারে কি না সে বিষয়ে আমরা চিন্তিত নই।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
এদিকে, চীনের সাংহাইসহ বেশ কয়েকটি শহরে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ। এতে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের কপালে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই সফল হিসেবে পরিচিত পাওয়া চীনে আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের মহামারি ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানী বেইজিংসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে লকডাউন। অর্থনৈতিকভাবে শক্তিশালী চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শেনঝেনে টানা পাঁচ দিন লকডাউন থাকার পর সেখানকার বাস ও রেলপথের সব সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী বেইজিংয়ের সীমান্তবর্তী শহর ল্যাংফাং ও গুয়াংদংয়ের দক্ষিণ প্রদেশ দংগুয়ানে ওমিক্রনের দ্রুত সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
