ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য টেলিফোন ব্যবস্থা রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিটিসিএল’র উদ্যোগে বসানো টেলিফোন থেকে বিনা পয়সায় ফোন করতে পারবেন প্রবাসীরা। ফলে বিদেশে থেকে এসে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন যাত্রীরা।
ইমিগ্রেশনের আগে উত্তর পাশে, কাস্টম জোনের কয়েকটি জায়গায় ফ্রি টেলিফোন বুথ আছে। এই ফোন ব্যবহার করে বিনা মূল্যে কল করতে পারবেন। এছাড়াও, কাস্টম জোন পার হয়ে বিমানবন্দর থেকে পাসপোর্ট দিয়ে সিমও কিনতে পারবেন।
প্রবাসীদের উদ্দেশ্যে উপর ঘোষণাটি হচ্ছে, সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান বেশ ধরা পরছে। অনেকেই না যেনে অন্যের স্বর্ণ আনতে যেয়ে পুলিশের হাতে আটক হচ্ছেন। এমতাবস্থায় সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, চোরাচালান একটি আন্তর্জাতিক বেআইনি কারবার।
বিশ্বজুড়ে মাদক ও সোনা চোরাচালানের প্রবণতা বাড়ছে। বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানি বা রপ্তানি করাও চোরাচালান। লোভে পড়ে অনেক প্রবাসী চোরাচালানে জড়িয়ে পড়ছেন।
বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে বাংলা এভিয়েশনকে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। চোরাচালানের বিরুদ্ধে লড়াইয়ে আপনিও অংশ নিন। সঠিক তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
