করোনা পরিস্থিতিতেও চলতি বছর ওমানে বেড়েছে বিয়ের সংখ্যা। “ম্যারেজ অ্যান্ড ডিভোর্স ২০২১” প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড ইনফরমেশন। তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় ২.১ শতাংশ বেড়ে ওমানি নাগরিকদের বিয়ের সংখ্যা। চলতি বছর দেশটিতে মোট বিয়ে রেকর্ড করা হয়েছে ১৮ হাজার ৬২১ জন।
প্রতিবেদনে জানা যায়, দেশটির উত্তর আল বাতিনাহ প্রদেশে সর্বোচ্চ বিয়ে নিবন্ধন করা হয়েছে। প্রদেশটিতে চলতি বছর বিয়ে নিবন্ধন করা হয়েছে তিন হাজার ৯৩৮ টি। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পরেই রয়েছে মাস্কাট প্রদেশ।
যেখানে বিয়ের নিবন্ধনের সংখ্যা বেড়েছে ১.৯ শতাংশ। প্রদেশটিতে মোট বিয়ে নিবন্ধিত হয়েছে তিন হাজার ৩৫৪ জন। এছাড়াও মুসান্দাম প্রদেশে বেড়েছে ৩১.১ শতাংশ। প্রদেশটিতে বিয়ে নিবন্ধিত হয়েছে ১০৪ টি।
প্রতিবেদনের আরো জানা যায়, প্রবাসীদের তুলনায় চলতি বছর ওমানি নাগরিকদের বিয়ের সংখ্যা কমেছে। এছাড়াও উপসাগরীয় মহিলাদের সাথে ওমানি নাগরিকদের বিয়ের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে এই বছর। তবে চলতে বছর প্রবাসীদের বিয়ের সংখ্যা গতবছরের তুলনায় কিছুটা বেড়েছে।
অন্যদিকে, গত বছরে দেশটিতে বিবাহবিচ্ছেদের সংখ্যা ছিলো তিন হাজার ৪৩৬টি। তবে চলতি বছরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ টি। হিসেব অনুযায়ী মাস্কাট প্রদেশে সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ রেকর্ড করা হয়েছে। মাস্কাটে বিবাহবিচ্ছেদ নিবন্ধন করা হয়েছে ৭৯৬ টি। উত্তর আল বাতিনাহতে ৬৭২ টি এবং মুসান্দামে রেকর্ড করা হয়েছে ১৮ টি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
