ব্রুনাইয়ে ১২ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী ওই যুবকের ২৫ বছরের জেল দিয়েছে ব্রুনাইয়ের উচ্চ আদালত। সেই সাথে ২০টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ শাস্তি ঘোষণা করেছে ব্রুনাই উচ্চ আদালত। ব্রুনাইয়ে পরিচ্ছন্নতাকর্মী বাংলাদেশী যুবক শাব আলীকে ধর্ষণের অভিযোগে এর আগে অভিযুক্ত করা হয়। জুডিশিয়াল কমিশনার জানান, ওই কিশোরীর বয়স ও মানসিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে এ কর্মকাণ্ড চালানো হয়েছে।
প্রসিকিউশনের চূড়ান্ত যুক্তিতর্কের পর আসামীর সাজা ঘোষণা করা হয়েছে। বিচারক হাজি আবদুল্লাহ সোয়েফরি বলেছেন, আসামীরও অধিকার রয়েছে যৌন নির্যাতনের সাজার বিরুদ্ধে নিজেকে রক্ষা করার।
বিচারক জনসাধারণের সুরক্ষা এবং আদালতের নিয়মের ওপর জনগণের আস্থা রাখার জন্য প্রতিপক্ষকে নিজেকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















