ওমানে করোনাভাইরাস প্রতিরোধে দেশটির সরকার কিছু স্বাস্থ্যবিধি সহ বেশকিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা মেনে না চললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। সম্প্রতি দেশটিতে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য এক দল ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমানে খুলছে আরও বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সোমবার দেশটির উত্তর আল বাতিনা প্রদেশ থেকে আইন লঙ্ঘনকারীদের আটক করে। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, “উত্তর আল বাতিনায় একদল ব্যক্তি তাদের খেলার অনুষ্ঠান পরিচালনার জন্য জমায়েত হয়েছিলো। এভাবে করোনা পরিস্থিতিতে জমায়েত নিষিদ্ধ থাকায় তাদের আটক করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
https://www.youtube.com/watch?v=fEeGhP8sVqE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
