ওমানে শ্রম এবং আবাসন আইনের লঙ্ঘনের দায়ে অন্তত ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় বাউশার এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করে মাস্কাট পুলিশ কমান্ড। অভিযানে সবমিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন।
তাঁদের মধ্যে ১৮ বাংলাদেশি ছাড়াও পাঁচজন পাকিস্তানি, চারজন ভারতীয়, চারজন মিশরীয়, তিনজন ইয়েমেনি, একজন ইরাকি এবং একজন জর্ডানের নাগরিক আছেন।
মঙ্গলবার দুপুরে ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, তাঁদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাঁদের কোনো রকমের ছাড় দেওয়া হবেনা।
একইসময়ে জনসাধারণকে যেকোনো সন্দেহজনক ঘটনা এবং অবৈধ প্রবাসীদের ব্যাপারে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
