ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত চলমান থাকাকালে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। ‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানোর অভিযোগ আনা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে জানান, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের আহ্বান ছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিক্ষোভকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে ইসরায়েলের সমর্থনে র্যালি করছে, তখন মোদি সরকারের এই ধরপাকড়ের ঘটনা রাজনৈতিক পক্ষপাতিত্ব ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলমান থাকা সত্ত্বেও ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে।
বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত ও ইসরায়েলের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি ঘনিষ্ঠ। এর ফলস্বরূপ, সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থী যেকোনো কার্যক্রমকে দমনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনা ভারতের গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
