বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের করোনার আরটি-পিসিআর টেস্ট ফির এক হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে।
এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত এক হাজার ৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
এদিকে আজ, সংযুক্ত আরব আমিরাতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে চার জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২ অক্টোবর) ওই ঘটনা ঘটে। আবুধাবির পুলিশের পক্ষ থেকে ওই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও বাকি দুজন বিমানের পাইলট। আবুধাবি পুলিশের অফিসিয়াল টুইট বার্তায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়েছে, প্রশিক্ষক পাইলট খামিস সায়িদ আল হলি, লে. পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম ও জোয়েল কিয়ি সাকারা মিনতো নামের এক নার্স নিহত হয়েছেন। টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
