রাজধানীর খিলগাঁওয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খিলগাঁও থানার পুলিশ স্থানীয় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়া আসিফ আনোয়ার (৩৩) নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত আসিফ আনোয়ারের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি খিলগাঁওয়ের সি ব্লকের বাসিন্দা আনোয়ারুল ইসলামের পুত্র।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা দ্রুত মুগদা হাসপাতালের জরুরি বিভাগ থেকে আসিফের মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে তারা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছেন যে আসিফ বুয়েট থেকে পাস করে আমেরিকায় থাকাকালীন মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য কিছুদিন আগে তিনি ঢাকায় ফিরে আসেন এবং এখানে চিকিৎসাধীন ছিলেন। শোনা যাচ্ছে, তিনি পুনরায় আমেরিকা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত রাতে নিজ বাসার পাঁচতলার ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পেলে তাকে মুগদা হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসআই হাফিজুর রহমান আরও উল্লেখ করেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের অধীনে রাখা হয়েছে। এই ঘটনা সংক্রান্তে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
