মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) সম্প্রতি কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে ১৬৫ জন বাংলাদেশি ছাড়াও নেপালের ১২৪ জন এবং অন্যান্য দেশের অভিবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন। আটককৃতদের মধ্যে ৫৮ জন নারীও রয়েছেন, তবে কোনো বাংলাদেশি নারী এই অভিযানে গ্রেপ্তার হননি।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান এক সংবাদ সম্মেলনে জানান, এই যৌথ অভিযানে মোট ৮৯৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জন অভিবাসী এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে, অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৫০৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, অভিযানকালে কিছু বিদেশি নাগরিক নিজেদের আড়াল করার চেষ্টা করেছিলেন, তারা ঘর, টয়লেট এমনকি স্টোররুমেও লুকিয়ে ছিলেন। তবে, পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ করা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা এবং সন্দেহজনক পরিচয়পত্র বহনের মতো বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করেছে। এ পর্যন্ত মোট ৪৭ হাজার ২৯৬ জনকে পরীক্ষা করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে ১৯ হাজার ৮৬৭ জনকে আটক করা হয়েছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই সর্বশেষ এই সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হলো।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
